দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রবিবার বিকেলের দিকে ঘণ্টায় ৯৫ কিলোমিটার (ঘণ্টায় ৬০ মাইল) বেগে আঘাত হেনেছে হ্যারিকেন হিলারি। এর মধ্যেই ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়েছে দেশটিতে।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আগে হ্যারিকেনটি মেক্সিকো অতিক্রম করে। হিলারির কারণে সেখানে বড় ধরনের হড়পা বান হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া হিলারির কারণে ক্যালিফোর্নিয়ায় প্রাণঘাতী বন্যার পাশাপাশি ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
আল জাজিরা জানায়, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। এর প্রভাবে মেক্সিকোতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অতি বর্ষণে বেশ কিছু রাস্তা ভেসে গেছে এবং পানির স্রোতের কারণে শহরের রাস্তাগুলি নদীতে পরিণত হয়েছে।
লস অ্যাঞ্জেলেসে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেয়র কারেন বাস একে ‘নজিরবিহীন আবহাওয়া’ বলে মন্তব্য করে সবাইকে নিরাপদে বাড়িতে থাকার আহ্বান জানান। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে ঝড়ের প্রস্তুতির মধ্যেই, লস অ্যাঙ্গেলসের উত্তর-পশ্চিমে প্রায় ১২৯ কিমি (৮০ মাইল) দূরে ওজাই শহরে একটি ৫.১ মাত্রার ভূমিকম্প কেঁপে ওঠে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























