রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধাকর করেছে। একই সাথে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়ছে। গতকাল সোমবার রাজশাহী বাঘা থকে অপহরণের শিকার নারীকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করে র্যাব। আটককৃতরা হলো বাঘারআশিক (২২), আলমগীর হোসেন (২৫), সামছুল (৫০)। তাদের সবার বাড়ি বাঘা উপজেলার পাকুড়িয়ায়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫এর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার মামলার আসামীরা রাজশাহীর বাঘা থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। মামলার ভিকটিম জান্নাতুন ফেরদৌস মুন্নি (১৪) সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হলে তাহা জানান, ভিকটিম জান্নাতুন ফেরদৌস মুন্নি (১৪) বর্তমানে নাটোর জেলার লালপুর থানাধীন বোয়ালিয়া পাড়া এলাকায় অবস্থান করছে। পরে র্যারের ওেই দল জয়পুরহাটকে উক্ত স্থান হতে তাকে উদ্ধার করে। আসামীদের উক্ত মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা জানা যায় , আসামী আশিক ও অপর আসামী আলমগীর হোসেন এবং সহযোগীতায় ভিকটিম জান্নাতুন ফেরদৌস মুন্নিকে অপহরণ করে আত্মগোপনে ছিল। আটকের পর তাদের জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘা থেকে অপহহৃত উদ্ধার, মূলহোতাসহ ৩ অপহরণকারী আটক
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- ৯৪
Tag :
সর্বাধিক পঠিত























