যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জেরে কুড়াল দিয়ে কুপিয়ে রেশমা খাতুন নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে ঘটনাটি ঘটে। রোববার (২৭ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন। ঘাতক স্বামী বেনাপেলের পাঁচভুলট গ্রামের জয়নাল আবেদীনে মোড়লের ছেলে সালাম মোড়ল। প্রতিবেশীরা জানায়, সালাম মোড়ল ও রেশমা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে পারিবারিক কলহ ছিল। গতকাল রাতে সালাম কুড়াল দিয়ে রেশমা খাতুনের মাথায় কয়েকবার আঘাত করেন। এতে রেশমা খাতুনের মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যান সালাম। পরে স্থানীয় ইউপি সদস্য নার্গিস বেগমের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রেশমা খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গতকাল রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- ৮৬
Tag :
সর্বাধিক পঠিত



























