রাজধানীর শ্যামপুরে বাসের ধাক্কায় ফরহাদুল ইসলাম সিহাব (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া রাজধানীর কদমতলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. কাউছার (২২) নামের আরেক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
সিহাব চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লবারি কান্দি গ্রামের আ. সাত্তারের ছেলে। তিনি যাত্রাবাড়ী কাজলারপার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। অন্যদিকে কাউছার ঢাকার কেরানীগঞ্জের আবুল কালামের ছেলে।
শ্যামপুর থানার উপপরিদর্শক এসআই সাইফুল বলেন, মাওয়া হাইওয়ে রোড থেকে দুই বন্ধু মোটরসাইকেলে ফিরছিলেন। রাত ১টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপরে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে সিহাব গুরুতর আহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক সৌরভ (২২)। রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিহাবকে মৃত ঘোষণা করেন।
এদিকে মো. কাউছারের খালাত ভাই আলিফ জানান, ইমামগঞ্জের একটি হার্ডওয়ারের দোকানে জব করেন কাউছার। দরকারি কাজে বিক্রমপুর গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে কদমতলী ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















