বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ৬২৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ময়মনসিংহ নগরীতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ৬২৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। ওই মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাইজুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে।গ্রেপ্তার আসামিরা হলেন—মৃত আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন (২৫), মো. ইস্রাফিলের ছেলে মহিবুল হক টুটুল (৩৯) এবং আব্দুল মতিনের দুই ছেলে মাজেদুল ইসলাম (২৭) ও সাজেদুল ইসলাম (২২)। তারা ময়মনসিংহ সদর ও ফুলপুরের বাসিন্দা।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দুপুরে নগরীর রামবাবু রোডের ওয়ালটন শো-রুমের সামনে বিএনপির সহশ্রাধিক নেতাকর্মী দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে সরকারবিরোধী স্লোগান দিয়ে যানচলাচলে বাধা দেয় এবং যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩৫টি কাঁচের টুকরা ও ১২৫টি ইটের টুকরা জব্দ করে পুলিশ।তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম’

বিএনপির ৬২৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত সময় : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহ নগরীতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ৬২৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। ওই মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাইজুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে।গ্রেপ্তার আসামিরা হলেন—মৃত আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন (২৫), মো. ইস্রাফিলের ছেলে মহিবুল হক টুটুল (৩৯) এবং আব্দুল মতিনের দুই ছেলে মাজেদুল ইসলাম (২৭) ও সাজেদুল ইসলাম (২২)। তারা ময়মনসিংহ সদর ও ফুলপুরের বাসিন্দা।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দুপুরে নগরীর রামবাবু রোডের ওয়ালটন শো-রুমের সামনে বিএনপির সহশ্রাধিক নেতাকর্মী দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে সরকারবিরোধী স্লোগান দিয়ে যানচলাচলে বাধা দেয় এবং যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩৫টি কাঁচের টুকরা ও ১২৫টি ইটের টুকরা জব্দ করে পুলিশ।তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে।