রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৪০ তলা ভবনের লিফট ধসে সাত শ্রমিক নিহত

ভারতের পশ্চিম উপদ্বীপ অঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের থানেতে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে পড়ে সাত শ্রমিক নিহত হয়েছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় থানের বলকুম এলাকায় একটি ৪০ তলা বিল্ডিংয়ের লিফট ভূগর্ভস্থ ৩ তলা বেসমেন্টে ভেঙে পড়ে বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভি।

সোমবার থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, লিফটে মোট সাতজন শ্রমিক ছিলেন এবং তাদের সবাই দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতরা হলেন, মহেন্দ্র চৌপাল (৩২), রূপেশ কুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথলেশ (৩৫), করিদাস (৩৮) এবং সুনীল কুমার দাস (২১)৷

আরেকজন নিহত শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, রবিবার ৫.৩০ থেকে ৬.৪৫ এর মধ্যে থানে শহরের রুনওয়াল কমপ্লেক্স নামক বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ভবনের ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে লিফটের দড়ি ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা লিফট থেকে নামছিলেন।

কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল, এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৪০ তলা ভবনের লিফট ধসে সাত শ্রমিক নিহত

প্রকাশিত সময় : ১১:১৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

ভারতের পশ্চিম উপদ্বীপ অঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের থানেতে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে পড়ে সাত শ্রমিক নিহত হয়েছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় থানের বলকুম এলাকায় একটি ৪০ তলা বিল্ডিংয়ের লিফট ভূগর্ভস্থ ৩ তলা বেসমেন্টে ভেঙে পড়ে বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভি।

সোমবার থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, লিফটে মোট সাতজন শ্রমিক ছিলেন এবং তাদের সবাই দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতরা হলেন, মহেন্দ্র চৌপাল (৩২), রূপেশ কুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথলেশ (৩৫), করিদাস (৩৮) এবং সুনীল কুমার দাস (২১)৷

আরেকজন নিহত শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, রবিবার ৫.৩০ থেকে ৬.৪৫ এর মধ্যে থানে শহরের রুনওয়াল কমপ্লেক্স নামক বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ভবনের ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে লিফটের দড়ি ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা লিফট থেকে নামছিলেন।

কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল, এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।