রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের চাপায় পিষ্ট বাসের ১১ যাত্রী

ভারতের উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানের মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন অপেক্ষমান ১১ জন বাসযাত্রী। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাতে এনডিটিভি জানায়, রাজস্থানের ভারতপুরের জাতীয় মহাসড়কে স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজস্থানের পুস্কার থেকে উত্তর প্রদেশের ব্রিন্দাবনে যাচ্ছিল।

জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বাসটি একটি ফ্লাইওভারে উপর দাঁড়িয়ে ছিলো। তখন চালক ও কয়েকজন যাত্রী বাসটির পেছনে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। বেঁচে যাওয়া বাসের এক যাত্রী জানিয়েছেন, গাড়ি মেরামত চলাকালীন সময়ে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে এসে এটিকে সজোরে ধাক্কা মারে। আর সে সময় বাসের পেছনে যারা ছিলেন তারা পিষ্ট হয়ে মারা যান।

পুলিশ জানায়, লখনপুর এলাকার অন্ত্রা ফ্লাইওভারে বাসটি জ্বালানি ফুরিয়ে গেলে বাসটি দাঁড়িয়ে ছিলো। তখন পেছন থেকে ট্রাকটি দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাঁচজন পুরুষ ও ছয়জন মহিলার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

ভরতপুরের পুলিশ সুপার (এসপি) মৃদুল কাচাওয়া বলেন, “বাসটি হাইওয়েতে দাঁড়িয়ে ছিল যখন এটির মেরামতের কাজ চলছিল। কিছু যাত্রী বাসে ছিলেন এবং কিছু যাত্রী বাইরে দাঁড়িয়ে ছিলেন যখন সংঘর্ষটি ঘটে।”

এ দুর্ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার তদন্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ট্রাকের চাপায় পিষ্ট বাসের ১১ যাত্রী

প্রকাশিত সময় : ১২:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ভারতের উত্তরাঞ্চলের রাজ্য রাজস্থানের মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন অপেক্ষমান ১১ জন বাসযাত্রী। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাতে এনডিটিভি জানায়, রাজস্থানের ভারতপুরের জাতীয় মহাসড়কে স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজস্থানের পুস্কার থেকে উত্তর প্রদেশের ব্রিন্দাবনে যাচ্ছিল।

জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বাসটি একটি ফ্লাইওভারে উপর দাঁড়িয়ে ছিলো। তখন চালক ও কয়েকজন যাত্রী বাসটির পেছনে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। বেঁচে যাওয়া বাসের এক যাত্রী জানিয়েছেন, গাড়ি মেরামত চলাকালীন সময়ে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে এসে এটিকে সজোরে ধাক্কা মারে। আর সে সময় বাসের পেছনে যারা ছিলেন তারা পিষ্ট হয়ে মারা যান।

পুলিশ জানায়, লখনপুর এলাকার অন্ত্রা ফ্লাইওভারে বাসটি জ্বালানি ফুরিয়ে গেলে বাসটি দাঁড়িয়ে ছিলো। তখন পেছন থেকে ট্রাকটি দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাঁচজন পুরুষ ও ছয়জন মহিলার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

ভরতপুরের পুলিশ সুপার (এসপি) মৃদুল কাচাওয়া বলেন, “বাসটি হাইওয়েতে দাঁড়িয়ে ছিল যখন এটির মেরামতের কাজ চলছিল। কিছু যাত্রী বাসে ছিলেন এবং কিছু যাত্রী বাইরে দাঁড়িয়ে ছিলেন যখন সংঘর্ষটি ঘটে।”

এ দুর্ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার তদন্ত করছে।