বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নি নির্বাপণের ব্যবস্থা না থাকাকেই দুষলো ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেছেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিলো না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিলো না। অন্যদিকে ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে।  বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থলের পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন। তিনি বলেন, মোহাম্মদপুর বাজারে আগুন ধরার খবর পেয়ে ৯ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসে। রাত ৩ টা ৫২ মিনিট থেকে আমরা এখানে আগুন নির্বাপনের চেষ্টা করি। সকাল ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ১৭ টি ইউনিটের ১৫০ জন ফায়ার ফাইটার কাজ করেছে। বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও নৌ বাহিনী সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, মার্কেটটিতে কোন সেফটি প্ল্যান নেই। এই মার্কেটটিতে বারবার নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে গণসংযোগ করা হয়েছে। সচেতনতার প্রোগ্রাম যেভাবে আমরা করেছি সেভাবে তারা সাড়া দেয়নি। এই মার্কেটটা কিছুটা বঙ্গবাজার টাইপের। এখানে ভেতরে অনেক ছোট ছোট সাবওয়ে ছিলো। ভেতরের যতগুলো রাস্তা এবং বাইরের যে রাস্তা রয়েছে সেগুলোও সরু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অগ্নি নির্বাপণের ব্যবস্থা না থাকাকেই দুষলো ফায়ার সার্ভিস

প্রকাশিত সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেছেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিলো না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিলো না। অন্যদিকে ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে।  বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থলের পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন। তিনি বলেন, মোহাম্মদপুর বাজারে আগুন ধরার খবর পেয়ে ৯ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসে। রাত ৩ টা ৫২ মিনিট থেকে আমরা এখানে আগুন নির্বাপনের চেষ্টা করি। সকাল ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ১৭ টি ইউনিটের ১৫০ জন ফায়ার ফাইটার কাজ করেছে। বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও নৌ বাহিনী সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, মার্কেটটিতে কোন সেফটি প্ল্যান নেই। এই মার্কেটটিতে বারবার নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে গণসংযোগ করা হয়েছে। সচেতনতার প্রোগ্রাম যেভাবে আমরা করেছি সেভাবে তারা সাড়া দেয়নি। এই মার্কেটটা কিছুটা বঙ্গবাজার টাইপের। এখানে ভেতরে অনেক ছোট ছোট সাবওয়ে ছিলো। ভেতরের যতগুলো রাস্তা এবং বাইরের যে রাস্তা রয়েছে সেগুলোও সরু।