ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জেনি। রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজেএস কমিশন সচিবালয় তাদের ওয়েবসাইটে এই চূড়ান্ত ফল প্রকাশ করে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাবির শিক্ষার্থীরা এই পরীক্ষায় প্রথম স্থান দখল করে রেখেছেন। এবারের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১০৪ জনের মধ্যে মেধাতালিকায় প্রথম হয়েছেন রাবি শিক্ষার্থী নুসরাত জেনি। তিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ছাত্রলীগের উপ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর বলেন, এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে ১৫জন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন। তবে এ সংখ্যাটি আরো বাড়বে বলে জানান তিনি। সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা এ শিক্ষকের। প্রসঙ্গত, গত ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার এবং ১৪তম পরীক্ষায় প্রথম হয়েছেন সুমাইয়া নাসরিন শামা। ১৫তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন আশিকুজ্জামান। এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে।
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিজেএস পরীক্ষায় এবারো প্রথম রাবির শিক্ষার্থী
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- ৯৬
Tag :
সর্বাধিক পঠিত
























