ছাত্রদলের নেতৃত্বে জোট গঠনের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ইসলামী ছাত্রশিবিরের তৎপরতা। ইসলামি ভাবধারার বন্ধুপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে তারা নিয়মিত বৈঠক করছে বলে জানা গেছে। এসব বৈঠকে নতুন কোনো জোট গঠন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি ছাত্রদলের নেতৃত্বে ১৫ ছাত্রসংগঠন নিয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য’ নামে একটি জোট গঠিত হয়। তবে এতে ইসলামি ছাত্রসংগঠনগুলো না থাকায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের নেতাকর্মীদের। এরপর থেকেই গুঞ্জন ছিল ইসলামি ছাত্রসংগঠনগুলোও কোনো জোট গঠন করতে পারে।
এমন আলোচনা চলাকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ছাত্রশিবিরের ব্যানারে মতিবিনিময়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) এ ছবি ভাইরাল হওয়ার পর ইসলামি সংগঠনগুলোর জোট গঠনের গুঞ্জন আরো জোরালো হয়। অনেকে বলছেন, সরকার বিরোধী কোনো ঐক্য গঠনের জন্যই এ বৈঠক। তবে ছবিটি মঙ্গলবারের নয় বলে মতবিনিময় সভায় অংশ নেয়া একাধিক ছাত্র সংগঠনের নেতারা জানান।
তারা বলেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে বন্ধুপ্রতিম সংগঠনগুলোর চলতি বছরের শুরু থেকে নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রমজলিশসহ বিভিন্ন মধ্যপন্থী ও ইসলামপন্থী ১৩ সংগঠনের নেতারা ছিলেন।
তারা কেউ কেউ বলছেন, এটা শুধু ঘরোয়া আলাপের একটা ছবি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জোট গঠন নিয়ে এখন কোনো আলোচনা না হলেও তারা বিষয়টি ভাবছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ দেশ রূপান্তরকে বলেন, ছাত্রশিবির চায়ের দাওয়াত দিয়েছিল আমাদের। আমরা সেখানে অংশগ্রহণ করি। জোট গঠন নিয়ে তেমন কোনো আলোচনা নেই।
ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন দেশ রূপান্তরকে বলেন, তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছিল। ১২-১৩টা সংগঠন উপস্থিত ছিল। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। ছবিটা ছাত্রদলের ছাত্রঐক্য গঠনের আগে। আমরা সব ছাত্রসংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা দেশের স্বার্থে কাজ করব। ছাত্রদল একটি নামসর্বস্ব ঐক্য করেছে। আমরা চেয়েছি সর্বদলীয় ঐক্য করতে।
সার্বিক বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেন, দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় নিয়মিত, সেগুলো আমরা গণমাধ্যমে প্রকাশ করতে চাই না কৌশলগত কারণে। এগুলো আমাদের ঘরোয়া মিটিং। তবে ছাত্রদলের নেতৃত্বে নতুন জোট হওয়ার পর হয়তো বিষয়টি সামনে আসছে। আমরা চাই সবাই এক প্ল্যাটফর্মে আসুক। প্রয়োজনে আমরা ঐক্য করব।-দেশ রূপান্তর

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















