খাবার দোকানে কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিসশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- বিজয় ও সিক্সটি নাইন গ্রুপ। শুক্রবার (৬ অক্টোবর) জুমার নামাজের পর একটি খাবারের দোকানে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর খাবারের দোকানে বিজয় গ্রুপের অনুসারী মাহির চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হয় সিক্সটি নাইনের অনুসারী আজমিরের। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার পর দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খাবার হোটেলে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কথা কাটাকাটির জেরে চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- ১১২
Tag :
সর্বাধিক পঠিত

























