রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের সমর্থনে আরেকটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের অতর্কিত হামলার জবাবে ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যে দেশটির প্রতি সমর্থন জানাতে ভূমধ্যসাগরে আবার বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রণতরি পাঠানোর কথা জানিয়েছেন বলে রোববার আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর ইসরায়েলকে সমর্থন দেয়ার পাশাপাশি সংঘাতে ইরানের মতো বড় শক্তির জড়িয়ে পড়া রোধের অংশ হিসেবে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠায় যুক্তরাষ্ট্র। সংঘাতের এক সপ্তাহ পর ফের একই ধরনের রণতরি পাঠানোর বিষয়ে দেশটির পক্ষ থেকে বলা হয়, পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় রণতরি পাঠানোর সিদ্ধান্তটি ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার সুদৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। গাজায় ইসরায়েলের সপ্তাহের বেশি সময় ধরে হামলায় দুই হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত ও আট হাজার ৭১৪ জন আহত হয়। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৩০০ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় তিন হাজার ৪০০ জন। উপত্যকায় স্থল হামলা চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার ঘনিষ্ঠ মিত্রের সমর্থনে বিমানবাহী রণতরি ইউএসএস ডুইট ডি. আইজেনহাওয়ার ও স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে, যা যোগ দেবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা প্রতিহতের প্রচেষ্টার অংশ হিসেবে বিমানবাহী দুই রণতরি পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইসরাইলের সমর্থনে আরেকটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত সময় : ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের অতর্কিত হামলার জবাবে ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যে দেশটির প্রতি সমর্থন জানাতে ভূমধ্যসাগরে আবার বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রণতরি পাঠানোর কথা জানিয়েছেন বলে রোববার আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর ইসরায়েলকে সমর্থন দেয়ার পাশাপাশি সংঘাতে ইরানের মতো বড় শক্তির জড়িয়ে পড়া রোধের অংশ হিসেবে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠায় যুক্তরাষ্ট্র। সংঘাতের এক সপ্তাহ পর ফের একই ধরনের রণতরি পাঠানোর বিষয়ে দেশটির পক্ষ থেকে বলা হয়, পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় রণতরি পাঠানোর সিদ্ধান্তটি ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার সুদৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। গাজায় ইসরায়েলের সপ্তাহের বেশি সময় ধরে হামলায় দুই হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত ও আট হাজার ৭১৪ জন আহত হয়। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৩০০ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় তিন হাজার ৪০০ জন। উপত্যকায় স্থল হামলা চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার ঘনিষ্ঠ মিত্রের সমর্থনে বিমানবাহী রণতরি ইউএসএস ডুইট ডি. আইজেনহাওয়ার ও স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে, যা যোগ দেবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা প্রতিহতের প্রচেষ্টার অংশ হিসেবে বিমানবাহী দুই রণতরি পাঠানো হয়েছে।