গাজা সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের সেনা ঘাঁটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার কার্যালয় প্রকাশ করে সফরের ভিডিও। শনিবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ভিডিও দেখা যায়, পরবর্তী ধাপের জন্য প্রস্তুত কীনা সেনাদের কাছে জানতে চান নেতানিয়াহু। জবাবে মাথা নাড়েন এক ইসরায়েলি সেনা। যুদ্ধের কৌশল ও পরিকল্পনা নিয়ে আলাপ করেন ইহুদি বাহিনীর সাথে। এরপর, পুরো ঘাঁটি ঘুরে দেখেন নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে যুদ্ধে সাহস দেন সেনাদের। তাছাড়া, অস্ত্র-সরঞ্জামের খোঁজখবরও নেন তিনি। নেতানিয়াহুর এই সেনা ঘাঁটি পরিদর্শনকে গাজায় ইসরায়েলের বড় ধরনের হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত হাসামের হামলায় অন্তত ১৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া তিন হাজার ৪০০ এর অধিক ইসরায়েলি আহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১৫ জনে। নিহতদের মধ্যে ৭০০ জন শিশু রয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন।
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাজা সীমান্তবর্তী সেনা ঘাঁটি পরিদর্শনে নেতানিয়াহু
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- ১৬৫
Tag :
সর্বাধিক পঠিত



























