নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন সাইফুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (২৮)। এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যান মোজাম্মেল (৩০) নামে একজন। চিকিৎসকরা জানান, সাইফুলের শরীরের ৬২ ও শরিফুলের ৫৭ শতাংশ দগ্ধ ছিল। হাসপাতালে ভর্তি রয়েছেন জাকারিয়া (২২) ও ইকবাল (২৬)। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত ওই পাঁচজন কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরে আগুন ধরে যায়। তাদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। সাইফুলের বাবার নাম নুর ইসলাম। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলায়। আর শরিফুলের বাবার নাম সামাদ। তার বাড়ি রংপুর।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
স্টিল মিলে দগ্ধ ৫, মারা গেলেন আরও দুজন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৫:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- ১৩৫
Tag :
সর্বাধিক পঠিত



























