রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০

শরণার্থী শিবির কিংবা হাসপাতাল কোনোকিছুই হিসাবে রাখছেন না দখলদার ইসরায়েলি বাহিনী; নির্বাচারে চালিয়ে যাচ্ছে বিমান হামলা। রোববার (২২ অক্টোবর) গভীর রাতেও জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখরদার বাহিনী। এতে এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

গাজায় উপত্যকায় আটটি শরণার্থী শিবির রয়েছে। এর মধ্যে জাবালিয়া শিবিরটি সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোববার গভীর রাতে শিবিরটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে অনেকে হতাহত হয়েছেন। আহত ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি। ’হামাস-ইসরায়েল সংঘাত ১৬ দিন পেরিয়ে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস আকাশ, স্থল ও জল তিন পথেই ব্যাপক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

 

এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আবারও শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০

প্রকাশিত সময় : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

শরণার্থী শিবির কিংবা হাসপাতাল কোনোকিছুই হিসাবে রাখছেন না দখলদার ইসরায়েলি বাহিনী; নির্বাচারে চালিয়ে যাচ্ছে বিমান হামলা। রোববার (২২ অক্টোবর) গভীর রাতেও জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখরদার বাহিনী। এতে এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

গাজায় উপত্যকায় আটটি শরণার্থী শিবির রয়েছে। এর মধ্যে জাবালিয়া শিবিরটি সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোববার গভীর রাতে শিবিরটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে অনেকে হতাহত হয়েছেন। আহত ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি। ’হামাস-ইসরায়েল সংঘাত ১৬ দিন পেরিয়ে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস আকাশ, স্থল ও জল তিন পথেই ব্যাপক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

 

এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি।