বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খোন্দকার নূরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। দৈনিক আমাদের সময়কে তিনি জানান, শনিবারের সহিংসতার ঘটনার মামলার আসামি হিসেবে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছ। তাকে মিন্টো রোড গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হচ্ছে।
এদিকে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় এসে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য দেশে সম্ভব? সব মামলায় তিনি জামিনে আছেন। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করব- যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।’
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছিল বলে জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। কার্যালয়ের মূল ফটকের সামনে ঘিরে রাখা হয়েছে। কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। আজ বিএনপির কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















