নেপালে গত শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হয়েছে ১৫৭ জন, আহত হয়েছে শতাধিক। দেশটিতে শক্তিশালী ভূমিকম্পের রেশ শেষ না হতেই নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রবিবার ভোর নাগাদ দেশটিতে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলেছে, রবিবার ভোর ৪টা ৩৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ১০ কিলোমিটার। রাজধানী কাঠমাণ্ডুর ১৬৯ কিলোমিটার উত্তরাঞ্চলে এর উৎপত্তিস্থল। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে কাঠমাণ্ডু থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে কারনালি প্রদেশের জাজরকোট জেলায় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ভূমিকম্প। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। অন্যদিকে মার্কিন ভূতাত্তিক জরিপ জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৬ মাত্রা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























