বিএনপির মহাসমাবেশে হামলা, দলীয় নেতাকর্মী হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারে প্রতিবাদ এবং সরকার পতনের একদফা দাবিতে তৃতীয় দফা দেশব্যাপী সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর চার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বৃহস্পতিবার ঢাকার সায়েদাবাদ জনপথ মোড়, দয়াগঞ্জ রোড, লালবাগ, মালিবাগ থেকে রাজারবাগ গ্রীনলাইন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















