রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটে বজ্রপাতে নিহত ২০

ভারতের গুজরাট রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে রাজ্যটির বেশ কয়েকটি জেলায় হওয়া ওই বজ্রপাতে তারা প্রাণ হারিয়েছেন। এ ছাড়া অসময়ের এই বৃষ্টিতে রাজ্যটির বেশ কয়েকটি স্থানে ফসলও নষ্ট হয়েছে।

আজ সোমবার (২৭ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গুজরাটে অমৌসুমি বৃষ্টিপাতের পর বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতির পাশাপাশি বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গুজরাট রাজ্যে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির জেরে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, বজ্রপাতের কারণে গুজরাটের ১৩টি জেলায় ওই ২০ জন মারা যান।

এ ছাড়া সোমবারও গুজরাটের কিছু অংশে দুর্যোগময় আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দুর্যোগের মাত্রা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি চলমান আবহাওয়া গুজরাটের বিস্তীর্ণ অংশে বজ্রগর্ভ মেঘ তৈরিতে সহায়ক পরিবেশ তৈরি করছে। এর প্রভাবেই গুজরাটে এই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কেবল দক্ষিণ গুজরাটের কিছু অংশ এবং সৌরাষ্ট্রে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গুজরাট রাজ্য প্রশাসন বলছে, রোববার রাজ্যের দাহোড় জেলায় তিন জন, ভারুচ জেলার তিন জন এবং তাপী জেলার দু’জন বজ্রপাতে মারা গেছেন। এ ছাড়া আহমেদাবাদ, আমরেলি, খেড়া, মেহসানার মতো আরও কিছু জেলায় মারা গেছেন বেশ কয়েক জন।

প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গুজরাটে বজ্রপাতে নিহত ২০

প্রকাশিত সময় : ০৪:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

ভারতের গুজরাট রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে রাজ্যটির বেশ কয়েকটি জেলায় হওয়া ওই বজ্রপাতে তারা প্রাণ হারিয়েছেন। এ ছাড়া অসময়ের এই বৃষ্টিতে রাজ্যটির বেশ কয়েকটি স্থানে ফসলও নষ্ট হয়েছে।

আজ সোমবার (২৭ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গুজরাটে অমৌসুমি বৃষ্টিপাতের পর বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতির পাশাপাশি বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গুজরাট রাজ্যে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির জেরে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, বজ্রপাতের কারণে গুজরাটের ১৩টি জেলায় ওই ২০ জন মারা যান।

এ ছাড়া সোমবারও গুজরাটের কিছু অংশে দুর্যোগময় আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দুর্যোগের মাত্রা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি চলমান আবহাওয়া গুজরাটের বিস্তীর্ণ অংশে বজ্রগর্ভ মেঘ তৈরিতে সহায়ক পরিবেশ তৈরি করছে। এর প্রভাবেই গুজরাটে এই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কেবল দক্ষিণ গুজরাটের কিছু অংশ এবং সৌরাষ্ট্রে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গুজরাট রাজ্য প্রশাসন বলছে, রোববার রাজ্যের দাহোড় জেলায় তিন জন, ভারুচ জেলার তিন জন এবং তাপী জেলার দু’জন বজ্রপাতে মারা গেছেন। এ ছাড়া আহমেদাবাদ, আমরেলি, খেড়া, মেহসানার মতো আরও কিছু জেলায় মারা গেছেন বেশ কয়েক জন।

প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।