রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ‘সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁও তালতলায় দুর্বৃত্তরা (বিআরটিসি) অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দেয়। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার ভোর ৬টায়, যা চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















