শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানি পাসপোর্ট দিয়ে বিদেশ যেতেন তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর…

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানিও পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করতেন। সম্প্রতি এমন রিপোর্টে পাকিস্তানজুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। আজ বৃহস্পতিবার দ্য নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হাজার হাজার আফগান নাগরিকের পাকিস্তানি পাসপোর্ট আছে। এসব আফগানির মধ্যে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন। তবে ইতিমধ্যে এসব পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধু থেকে এসব আফগানির পাসপোর্ট ইস্যু করা হয়েছিল।

দ্য নিউজ বলছে, হাক্কানি পাঁচ বছরের জন্য পাকিস্তানি পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। তিনি বিদেশে ভ্রমণের জন্য এই পাসপোর্ট ব্যবহার করতেন। বিশেষ করে কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দোহা চুক্তির জন্য তিনি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেছিলেন। হাক্কানির পাসপোর্ট ইস্যু করে দিয়েছেন- এমন দুইজন পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। এদের মধ্যে একজন ইতিমধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন।

পাকিস্তানের একজন কর্মকর্তা বলেছেন, ‘আফগান নাগরিকদের ইস্যু করা প্রায় ৩০-৪০ হাজার পাসপোর্ট ব্লক করা হয়েছে।’ থাট্টা এবং সিন্ধুর করাচির মতো জায়গার পাসপোর্ট অফিস থেকে আফগান নাগরিকরা এসব সুবিধা নিয়েছেন।

হাক্কানির পাকিস্তানি পাসপোর্ট ব্যবহারের বিষয়টি পাকিস্তান কর্তৃপক্ষের নজরে আসে পেশাওয়ারের একজন সাংবাদিকের কারণে। দোহার একই ফ্লাইটে ছিলেন ওই সাংবাদিক। ইমিগ্রেশন কাউন্টারে ওই সাংবাদিক দেখতে পান, হাক্কানি পাকিস্তানি পাসপোর্ট সেখানে দেখান। এতে অবাক বনে যান ওই সাংবাদিক যে- কীভাবে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি পাসপোর্ট হাতে পেলেন।

চলতি বছরের আগস্টে ওই সাংবাদিক বিষয়টি পাকিস্তানের পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে অবহিত করেন। এরপর পাকিস্তানের কর্মকর্তারা তদন্তে নেমে ওই সাংবাদিকের এসব তথ্যের প্রমাণ পান। পাকিস্তানের কারাবন্দী প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে তালেবান নেতার পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে-প্রমাণ মিলেছে।

এ ছাড়া কীভাবে আফগানিস্তানের হাজার হাজার নাগরিক পাকিস্তানি পাসপোর্ট পেলেন- তানিয়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাকিস্তানি পাসপোর্ট দিয়ে বিদেশ যেতেন তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর…

প্রকাশিত সময় : ০৭:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানিও পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করতেন। সম্প্রতি এমন রিপোর্টে পাকিস্তানজুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। আজ বৃহস্পতিবার দ্য নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হাজার হাজার আফগান নাগরিকের পাকিস্তানি পাসপোর্ট আছে। এসব আফগানির মধ্যে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন। তবে ইতিমধ্যে এসব পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধু থেকে এসব আফগানির পাসপোর্ট ইস্যু করা হয়েছিল।

দ্য নিউজ বলছে, হাক্কানি পাঁচ বছরের জন্য পাকিস্তানি পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। তিনি বিদেশে ভ্রমণের জন্য এই পাসপোর্ট ব্যবহার করতেন। বিশেষ করে কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দোহা চুক্তির জন্য তিনি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেছিলেন। হাক্কানির পাসপোর্ট ইস্যু করে দিয়েছেন- এমন দুইজন পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। এদের মধ্যে একজন ইতিমধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন।

পাকিস্তানের একজন কর্মকর্তা বলেছেন, ‘আফগান নাগরিকদের ইস্যু করা প্রায় ৩০-৪০ হাজার পাসপোর্ট ব্লক করা হয়েছে।’ থাট্টা এবং সিন্ধুর করাচির মতো জায়গার পাসপোর্ট অফিস থেকে আফগান নাগরিকরা এসব সুবিধা নিয়েছেন।

হাক্কানির পাকিস্তানি পাসপোর্ট ব্যবহারের বিষয়টি পাকিস্তান কর্তৃপক্ষের নজরে আসে পেশাওয়ারের একজন সাংবাদিকের কারণে। দোহার একই ফ্লাইটে ছিলেন ওই সাংবাদিক। ইমিগ্রেশন কাউন্টারে ওই সাংবাদিক দেখতে পান, হাক্কানি পাকিস্তানি পাসপোর্ট সেখানে দেখান। এতে অবাক বনে যান ওই সাংবাদিক যে- কীভাবে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি পাসপোর্ট হাতে পেলেন।

চলতি বছরের আগস্টে ওই সাংবাদিক বিষয়টি পাকিস্তানের পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে অবহিত করেন। এরপর পাকিস্তানের কর্মকর্তারা তদন্তে নেমে ওই সাংবাদিকের এসব তথ্যের প্রমাণ পান। পাকিস্তানের কারাবন্দী প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে তালেবান নেতার পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলে-প্রমাণ মিলেছে।

এ ছাড়া কীভাবে আফগানিস্তানের হাজার হাজার নাগরিক পাকিস্তানি পাসপোর্ট পেলেন- তানিয়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।