রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস এক্সপ্রেস নামক ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় চারজনের জড়িত থাকার তথ্য পাওয়ার দাবি করেছে র্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। যাদের নাম ও ছবি পেয়েছি, তাদের মধ্যে দুজন বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত, আর দুজন ভাসমান ব্যক্তি বলে জানতে পেরেছি। এখন যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’
ট্রেন চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে র্যাবের এ কর্মকর্তা বলেন, ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেন, মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেস, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন দেওয়া হয়েছে। এসব নাশকতাকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষায় র্যাব-৩ কমলাপুর রেলস্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস পৌঁছালে তাতে আগুন লাগার বিষয়টি জানা যায়। এ আগুনে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন।
পরে মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্ত ট্রেনটির পরিচালক (গার্ড) খালেদ মোশাররফ বাদী হয়ে কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। রেলওয়ে থানায় মামলা হলেও ঘটনাটি নিয়ে তদন্ত করছে ডিএমপি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























