ময়মনসিংহে রেললাইনে উঠেপড়া বালু বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে সদরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, রেললাইন অতিক্রম করার সময় ট্রাকটিতে ইঞ্জিনের সামনে কয়েকজন যাত্রী বসা ছিলেন। তাদের মধ্যে ৩ যাত্রী মারা গেছেন এবং আহত হয়েছেন অনেকেই। দুর্ঘটনার পর হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে নেত্রকোণা-কিশোরগঞ্জের সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।