ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন জনপ্রিয় এই ক্রিকেট তারকা। এ জনসভায় বিকাল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সাকিব আল হাসান জনসভায় পৌঁছালে তাকে ঘিরে ধরেন ভক্তরা। তার সঙ্গে অনেককে মোবাইল ফোনে সেলফি তুলতে দেখা যায়। পরে তিনি মঞ্চে নির্দিষ্ট আসন অলংকৃত করেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















