বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ মাঠে নামছে সশস্ত্র বাহিনী

ভোটের মাঠে নির্বাচন কমিশনসহ বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে নামছে সশস্ত্র বাহিনী। এর মধ্যে ৬২ জেলায় সেনাবাহিনী ও দুটি জেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। এতে বলা হয়, শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে। বাহিনীর সদস্যরা প্রতিটি এলাকার ‘নোডাল পয়েন্ট’ ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকাভিত্তিক মোতায়েন হবে। আইএসপিআর জানায়, উপকূলীয় দুটি জেলা ভোলা ও বরগুনাসহ ১৯ উপজেলায় দায়িত্ব পালন করবে নৌবাহিনী। সমতলে সীমান্তবর্তী ৪৫ উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া সীমান্তবর্তী ৪৭ উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চার উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। অপরদিকে বিমানবাহিনী হেলিকপ্টারযোগে পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রসমূহে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আজ মাঠে নামছে সশস্ত্র বাহিনী

প্রকাশিত সময় : ১১:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

ভোটের মাঠে নির্বাচন কমিশনসহ বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে নামছে সশস্ত্র বাহিনী। এর মধ্যে ৬২ জেলায় সেনাবাহিনী ও দুটি জেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। এতে বলা হয়, শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে। বাহিনীর সদস্যরা প্রতিটি এলাকার ‘নোডাল পয়েন্ট’ ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকাভিত্তিক মোতায়েন হবে। আইএসপিআর জানায়, উপকূলীয় দুটি জেলা ভোলা ও বরগুনাসহ ১৯ উপজেলায় দায়িত্ব পালন করবে নৌবাহিনী। সমতলে সীমান্তবর্তী ৪৫ উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া সীমান্তবর্তী ৪৭ উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চার উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। অপরদিকে বিমানবাহিনী হেলিকপ্টারযোগে পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রসমূহে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।