শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অভিযোগে এমপির পদত্যাগ

শপিংমল থেকে বেশ কয়েকটি চুরির অভিযোগ ওঠায়গোলরিজ ঘাহরামান নামে নিউজিল্যান্ডের এক পার্লামেন্ট সদস্য (এমপি) পদত্যাগ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রিন পার্টির সদস্য গোলরিজের বিরুদ্ধে শপিংমল থেকে তিনবার চুরির অভিযোগ ওঠে। এর মধ্যে একটি দোকান অকল্যান্ডে, অন্যটি ওয়েলিংটনে।

অকল্যান্ডের একটি বুটিক থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে তিনি পদত্যাগ করেন। পুলিশ অভিযোগগুলো তদন্ত করছে।

গোলরিজ বলেন, নিজের অজান্তে আমি এটি করেছেন। আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।’

গোলরিজ ঘাহরামান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক আইনজীবী। ২০১৭ সালে নিউজিল্যান্ড সরকারে শপথ নেওয়া প্রথম শরণার্থী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। শৈশবেই গোলরিজ পরিবারের সঙ্গে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে চলে আসেন। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান।

৪২ বছর বয়সী গোলরিজ এক বিবৃতিতে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণ যে উঁচু মানের আচরণ আশা করে, তার আচরণ সেই প্রত্যাশার বিপরীত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চুরির অভিযোগে এমপির পদত্যাগ

প্রকাশিত সময় : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

শপিংমল থেকে বেশ কয়েকটি চুরির অভিযোগ ওঠায়গোলরিজ ঘাহরামান নামে নিউজিল্যান্ডের এক পার্লামেন্ট সদস্য (এমপি) পদত্যাগ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রিন পার্টির সদস্য গোলরিজের বিরুদ্ধে শপিংমল থেকে তিনবার চুরির অভিযোগ ওঠে। এর মধ্যে একটি দোকান অকল্যান্ডে, অন্যটি ওয়েলিংটনে।

অকল্যান্ডের একটি বুটিক থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে তিনি পদত্যাগ করেন। পুলিশ অভিযোগগুলো তদন্ত করছে।

গোলরিজ বলেন, নিজের অজান্তে আমি এটি করেছেন। আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।’

গোলরিজ ঘাহরামান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক আইনজীবী। ২০১৭ সালে নিউজিল্যান্ড সরকারে শপথ নেওয়া প্রথম শরণার্থী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। শৈশবেই গোলরিজ পরিবারের সঙ্গে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে চলে আসেন। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান।

৪২ বছর বয়সী গোলরিজ এক বিবৃতিতে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণ যে উঁচু মানের আচরণ আশা করে, তার আচরণ সেই প্রত্যাশার বিপরীত।