লিপ বাম মাখলে ফাটা ঠোঁট মসৃণ হয় এবং শুষ্কভাবও দূর হয়ে যায়। তবে লিপ বামে কিন্তু ঠোঁটের মৃত কোষ দূর হয় না। গোলাপী ঠোঁট পেতে গেলে কিন্তু সবার আগে ঠোঁটের মৃত কোষ দূর করা প্রয়োজন। অনেকেই ঠোঁটের মৃত কোষ দূর করার জন্য স্ক্রাব করতে বলেন। তাই বলে মুখে বা গায়ে মাখার স্ক্রাব ঠোঁটে মেখে নিলে কিন্তু হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। দোকান থেকে লিপ স্ক্রাব কিনে ঠোঁটে মাখতে পারেন। কিন্তু তার মধ্যে রাসায়নিক থাকলে ঠোঁটের ক্ষতি হতে পারে। তবে আমাদের ঘরেই এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো দিয়ে তৈরি স্ক্রাব সহজেই মৃত কোষ সরিয়ে ঠোঁটে গোলাপী আভা এনে দিতে পারে।
চিনির স্ক্রাব
এক চা চামচ চিনি নিয়ে মধু বা নারকেল তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর ধুয়ে নিন। চিনি মরা চামড়া দূর করে। মধু বা নারকেল তেল ত্বকে আর্দ্রতা বজায় রাখে।
নরম টুথব্রাশ
হালকা গরম জলে একটা নরম টুথব্রাশ ভিজিয়ে নিন। ঠোঁটে আলতো করে ব্রাশ করুন কিছুক্ষণ। এটি মরা চামড়া অপসারণ করতে সাহায্য করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং ঠোঁটের স্বাভাবিক রঙ ফেরায়।
ঠোঁট চাটবেন না
ঠোঁট চাটলে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে। কিন্তু এতে ঠোঁটের শুষ্কতা আরও বেড়ে যায়। লালায় এনজাইম রয়েছে, যা আপনার ঠোঁট আরও শুষ্ক করে কোলে। বরং ঠোঁট আর্দ্রতা রাখার জন্য হাইড্রেটিং লিপ বাম ব্যবহার করা ভালো।
গোলাপের পাপড়ি
কয়েকটা গোলাপের পাপড়ি দুধে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। তারপর দুধের সঙ্গে গোলাপের পাপড়ি পেস্ট করে নিন। ঠোঁটে এই মিশ্রণটি লাগিয়ে মিনিট পনেরো রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।
বিটের স্ক্রাব
এক টেবিল চামচ বিট গুঁড়োর সঙ্গে এক চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ ঠোঁটে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কফি স্ক্রাব
এক টেবিল চামচ কফি পাউডার, এক চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটা ঠোঁটে লাগিয়ে হালকা হাতে ঘষতে থাকুন খানিকক্ষণ। দুই থেকে তিন মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
সূত্র: বোল্ডস্কাই

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























