জানুয়ারির ২০ তারিখের পর থেকে দেশে শীতের বিস্তার বাড়তে থাকে। মাসের বাকি দিনগুলোতেও প্রায় একই রকম আবহাওয়া থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, আগামী দুদিন রাতের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে, ঠা-া লাগবে দিনে। শুক্রবার থেকে ঠা-ার প্রবণতা বাড়বে। তবে চলতি বছর শীতের স্থায়িত্বে তেমন কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি আমাদের সময়কে বলেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল হিসেবে ধরা হয়। ডিসেম্বরে একটু কম শীত থাকে। মূল শীত থাকে জানুয়ারি মাসে। গত বছরের মতো এ বছরও একই রকম চলছে। তবে এ বছর শীত বেশি অনুভূত হচ্ছে। ফেব্রুয়ারিতেও শৈত্যপ্রবাহ আসতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় তা প্রশমিত হলেও শীত থাকবে জানুয়ারি মাসজুড়ে।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শীত থাকবে জানুয়ারিজুড়ে ফেব্রুয়ারিতেও শৈত্যপ্রবাহ
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- ২৭৮
Tag :
সর্বাধিক পঠিত



























