ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী শিশু নাঈম হাসানকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এদিন আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক ও অ্যাডভোকেট মো. বাকির উদ্দিন ভূঁইয়া। ওয়ার্কশপ মালিকের পক্ষে ছিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ব্যারিস্টার অনিক আর হক সাংবাদিকদের জানান, শিশু নাঈম হাসানকে চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে ওয়ার্কশপের মালিককে ১৫ লাখ টাকা এবং ডিসেম্বর মাসের মধ্যে আরও ১৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে বলেছেন আদালত। নাঈম হাসান ১০ বছর পর ডিপোজিটের টাকা উত্তোলন করতে পারবে। একই সঙ্গে শিশুটি এইচএসসি পাস না করা পর্যন্ত তাকে প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে বলেছেন হাইকোর্ট। কিশোরগঞ্জের ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ইকবালকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
২০২০ সালের ২৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর এলাকার নুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় শিশু নাঈমের ডান হাত মেশিনে ঢুকে যায়। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে তার হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























