মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
জানা গেছে, মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে আজ সকাল থেকেই প্রচণ্ড চাপ ছিল মেট্রোরেরে। সকালে যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে যাওয়ায় গেট বন্ধ করে দেওয়া হয়। এতে স্টেশনের সামনে ভিড় করেন শত শত যাত্রী।
জানা গেছে, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















