জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর আরও ৩৫ সদস্য।
আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রহমত বিল পরিদর্শনকালে গণমাধ্যমকে এ তথ্য জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, আমাদের জিম্মায় ২২৭ জন মিয়ানমারের বিজিপি সদস্য রয়েছে। এছাড়া আরও ৩৫ জন কিছুক্ষণ আগে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরা সবাই বিজিপি সদস্য কি-না এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ভাষা সমস্যাসহ নানা কারণে আমরা পরিপূর্ণ পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে যেটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে সকলেই মিয়ানমারের বর্ডার পুলিশের সঙ্গে যুক্ত।
তিনি আরও বলেন, জনগণের জানমাল ও সীমান্ত নিরাপত্তায় বিজিবি বদ্ধপরিকর। সীমান্তবর্তী লোকজনকে সরানোর বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিচ্ছেন বলেও তিনি জানান।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























