শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট!

জিও নিউজ বলছে, আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিন দিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে। এর মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভি সুযোগ হারাবেন। উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন। 

সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান/ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত। এর এক সপ্তাহ আগে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন।

২০১৮ সালে পাকিস্তান তেহরিক ই ইনসাফ ক্ষমতায় এলে প্রেসিডেন্ট পদে আরিফ আলভি মনোনয়ন পান। সে বছর ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। কিন্তু দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম আলভি প্রেসিডেন্ট পদে থেকে যান।

ইমরানকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সে সময়কার প্রধান শাহবাজ শরিফ। কিন্তু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে শপথবাক্য পড়াননি আলভি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট!

প্রকাশিত সময় : ০৪:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
জিও নিউজ বলছে, আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিন দিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে। এর মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভি সুযোগ হারাবেন। উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন। 

সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান/ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত। এর এক সপ্তাহ আগে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন।

২০১৮ সালে পাকিস্তান তেহরিক ই ইনসাফ ক্ষমতায় এলে প্রেসিডেন্ট পদে আরিফ আলভি মনোনয়ন পান। সে বছর ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। কিন্তু দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম আলভি প্রেসিডেন্ট পদে থেকে যান।

ইমরানকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সে সময়কার প্রধান শাহবাজ শরিফ। কিন্তু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে শপথবাক্য পড়াননি আলভি।