গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট এলাকায় বিআরটি ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। নিহতরা ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ সাহার ছেলে রাম কৃষ্ণ সাহা। তিনি গাজীপুর ডুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন দিদার আদেল দিপু নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বড় বিনাইলচর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি পেশায় পাঠাও মোটরসাইকেল চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহাকে সঙ্গে নিয়ে বিআরটি ফ্লাইওভার দিয়ে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন অনলাইন ভিত্তিক মোটরসাইকেল চালক (পাঠানো) দিপু। এ সময় কাদেরিয়া গেট এলাকায় গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। টঙ্গী পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, বাস চাপায় শিক্ষকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাজীপুরে বাসচাপায় ডুয়েটের শিক্ষকসহ নিহত ২
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- ১০৩
Tag :
সর্বাধিক পঠিত
























