শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করছেন তাপসী পান্নু

প্রায় ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর এবার এক ব্যাডমিন্টন খেলোয়াড়কে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব বেশি চর্চা হোক সচেতনভাবেই তা চান না তাপসী। এত বছর প্রেমের সম্পর্কে থেকে কখনো সেভাবে প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি।

চলতি বছরেই প্রথমবারের মত নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন এ অভিনেত্রী। এর মাস কয়েকের মধ্যেই এবার এলো বিয়ের খবর।

বলিউড তারকার বিয়ে মানেই এলাহি আয়োজন, জাঁকজমক অনুষ্ঠান আর কোটি কোটি টাকা খরচ। তবে বলিউডের অন্য তারকাদের চেয়ে তাপসী বরাবরই একটু আলাদা। এ ক্ষেত্রেও তিনি অন্য পথেই হাঁটবেন। বিয়ের ব্যাপারে কারো সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত তিনি অন্যদের সঙ্গে নিজের তুলনা করেন না। যদি তিনি বিয়েও করেন তবে কোনো অনুষ্ঠান করতে চান না এ অভিনেত্রী।

বাকি তারকা-জুটিদের চেয়ে তার আর ম্যাথিয়াসের সম্পর্ক যে অনেকটাই আলাদা তা অবশ্য ইতিমধ্যে স্পষ্ট করেছেন তাপসী। তাই বিয়েতে খুব বেশি জাঁকজমক হবে না তাদের। ঘরোয়াভাবেই সারতে চান বিয়ের আনুষ্ঠানিকতা।

জানাগেছে এটি হতে চলেছে একটি ফিউশন ওয়েডিং। প্রথমে বরপক্ষের খ্রিস্টীয় রীতিতে বিয়ে হওয়ার পর পাঞ্জাবি রীতিতেও হবে অনুষ্ঠান। মার্চেই উদয়পুরে বসবে বিয়ের আসর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিয়ে করছেন তাপসী পান্নু

প্রকাশিত সময় : ১১:৪৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

প্রায় ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর এবার এক ব্যাডমিন্টন খেলোয়াড়কে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব বেশি চর্চা হোক সচেতনভাবেই তা চান না তাপসী। এত বছর প্রেমের সম্পর্কে থেকে কখনো সেভাবে প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি।

চলতি বছরেই প্রথমবারের মত নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন এ অভিনেত্রী। এর মাস কয়েকের মধ্যেই এবার এলো বিয়ের খবর।

বলিউড তারকার বিয়ে মানেই এলাহি আয়োজন, জাঁকজমক অনুষ্ঠান আর কোটি কোটি টাকা খরচ। তবে বলিউডের অন্য তারকাদের চেয়ে তাপসী বরাবরই একটু আলাদা। এ ক্ষেত্রেও তিনি অন্য পথেই হাঁটবেন। বিয়ের ব্যাপারে কারো সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত তিনি অন্যদের সঙ্গে নিজের তুলনা করেন না। যদি তিনি বিয়েও করেন তবে কোনো অনুষ্ঠান করতে চান না এ অভিনেত্রী।

বাকি তারকা-জুটিদের চেয়ে তার আর ম্যাথিয়াসের সম্পর্ক যে অনেকটাই আলাদা তা অবশ্য ইতিমধ্যে স্পষ্ট করেছেন তাপসী। তাই বিয়েতে খুব বেশি জাঁকজমক হবে না তাদের। ঘরোয়াভাবেই সারতে চান বিয়ের আনুষ্ঠানিকতা।

জানাগেছে এটি হতে চলেছে একটি ফিউশন ওয়েডিং। প্রথমে বরপক্ষের খ্রিস্টীয় রীতিতে বিয়ে হওয়ার পর পাঞ্জাবি রীতিতেও হবে অনুষ্ঠান। মার্চেই উদয়পুরে বসবে বিয়ের আসর।