সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম বিশ্বব্যাপী ডাউন হয়ে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে আবার ফিরে এসেছে। মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে আর ঢুকতে পারেনি ব্যবহারকারীরা। রাত সাড়ে ১০টার দিকে আবার ফিরে আসে।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছিল, কোম্পানির (মেটা) অভ্যন্তরীণ সিস্টেমগুলো ডাউন হওয়ায় ফেসবুকসহ মেটার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রাট দেখা দিয়েছে।
এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছিল ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছিলে, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















