পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভটভটিতে গরু নিয়ে ওই দুইভাই মহাস্থানের দিকে যাচ্ছিলেন। ভটভটির সামনে চালকের আসনের দুই পাশে তারা বসেছিলেন। দুপুর ১টার দিকে ওমরাপুরি এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস পেছন থেকে ভটভটিতে ধাক্কা দেয়। এতে সামনের আসনে থাকা দুইভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল জানান, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার সদস্যরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























