হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ শিক্ষার্থীদের কাছে এক অনুপ্রেরণার নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তারুণ্যের আইডল।
যৌবনকালে তিনি যেমন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। তারজন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও হয়েছেন। সেখান থেকে আমাদের শেখার অনেক বিষয় রয়েছে। আজীবন তিনি মানুষের হয়ে কাজ করে গেছেন।
বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মের কাছে এক সুমহান আদর্শের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর অসীম সাহসিকতা, অসাধারণ নেতৃত্বের গুণাবলি, প্রজ্ঞা আর দূরদর্শিতায় দীক্ষিত। তারুণ্যের কাছে তিনি গৌরব ও অহংকারের।
বঙ্গবন্ধুর কর্ম, জীবন ও আদর্শ তরুণদের অনুপ্রাণিত করছে। জাতির পিতার আদর্শ, দর্শন ও কর্মচিন্তা আমাদের চলার পথের পাথেয়। বঙ্গবন্ধুর স্বপ্নই সুখী-সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি।
লেখকঃজুবায়ের জিসান,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম 
























