ইন্দোনেশীয় উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি ডুবে যাওয়া নৌকার সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই নৌকা থেকে ৬৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই নৌকাটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিল। উদ্ধারকৃতিদের মধ্যে ৪২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৯ শিশু ছিল। আরও অনেকে পানিতে ডুবে গেছে বলে আশঙ্কা করছে ইন্দোনেশীয় দাতব্য সংস্থা দ্য কমিশন ফর মিসিং পারসনস অ্যান্ড ভিকটিমস ফর ভায়োলেন্স (কনট্রাস আসেহ)
ইন্দোনেশিয়ার আসেহ প্রদেশের পশ্চিম উপকূল থেকে ১২ মাইল দূরে থাকতে নৌকাটিতে কোনো সমস্যা দেখা দেয়। এরপর তা ডুবে যায়। প্রথমে চারজন নারী ও দুই জন পুরুষকে উদ্ধার করেছিল স্থানীয় জেলেরা। পরে তারা জাতিসংগের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি ফয়সাল রহমানের সঙ্গে কথা বলেন।
ফয়সাল রহমান জানান, ‘তাদের কথা বোঝা যাচ্ছে অনেক মানুষ ডুবে গেছে। আমরা হতাহতের সঠিক সংখ্যা বলতে পারছি না। তবে অন্তত ৫০ জনের মৃত্যু হতে পারে।’

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























