ভোলার চরফ্যাশনে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিষপানে মো. শাহিন ওরফে শুক্কুর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চরআইচা গ্রামে এ ঘটনা ঘটে।চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহিন ওরফে শুক্কুর ওই গ্রামের মো. হানিফ বেপারীর ছেলে।
জানা গেছে, আজ সকালে বাবা হানিফ বেপারী, ভাই শাহেআলম, ও জামালের সঙ্গে শাহিনের ঝগড়া হয়। এরপর সকাল ৯টার দিকে নিজ বসতঘরে শাহিন বিষপান করেন। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দক্ষিণ আইচা চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আব্দুল খালেক বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























