শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের ক্যানটিনের ভাড়া মাত্র এক হাজার টাকা, তদন্তের নির্দেশ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুটের স্টাফ ক্যানটিন মাসিক এক হাজার টাকায় ভাড়া দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট জানান, আগামী এক মাসের মধ্যে সড়ক ও পরিবহন সচিবকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। একইসঙ্গে এক হাজার টাকা ভাড়া দিয়ে বিজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

আইনজীবী তানভীর আহমেদ সংবাদমাধ্যমে বলেন, ‘মেট্রোরেলের উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুটের ক্যানটিনটি মাসিক এক হাজার টাকা ভাড়ায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। এত অল্প টাকায় ভাড়া দেওয়ার বিষয়টি অস্বাভাবিক। এটি দেখার পর দায়িত্বরত কর্মকর্তাদের লিগ্যাল নোটিশ পাঠাই। তারা কোনো ভ্রুক্ষেপ করেনি, যার জন্য আদালতে একটি রিট দাখিল করেছি। এটির শুনানি হয়েছে আজ।’

গত ১৪ মার্চ ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যানটিন পরিচালনার জন্য ভাড়া দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া হিসেবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য ভ্যাট ও আয়কর বাদে সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনাধীন এমআরটি লাইন-৬-এর উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুট স্টাফ ক্যানটিন পরিচালনার জন্য ১ জানুয়ারি থেকেঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করার সাত দিনের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য চুক্তি সম্পাদন করতে সম্মত রয়েছে মর্মে লিখিতভাবে জানানোর আহ্বান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেট্রোরেলের ক্যানটিনের ভাড়া মাত্র এক হাজার টাকা, তদন্তের নির্দেশ

প্রকাশিত সময় : ০৭:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুটের স্টাফ ক্যানটিন মাসিক এক হাজার টাকায় ভাড়া দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট জানান, আগামী এক মাসের মধ্যে সড়ক ও পরিবহন সচিবকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। একইসঙ্গে এক হাজার টাকা ভাড়া দিয়ে বিজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

আইনজীবী তানভীর আহমেদ সংবাদমাধ্যমে বলেন, ‘মেট্রোরেলের উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুটের ক্যানটিনটি মাসিক এক হাজার টাকা ভাড়ায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। এত অল্প টাকায় ভাড়া দেওয়ার বিষয়টি অস্বাভাবিক। এটি দেখার পর দায়িত্বরত কর্মকর্তাদের লিগ্যাল নোটিশ পাঠাই। তারা কোনো ভ্রুক্ষেপ করেনি, যার জন্য আদালতে একটি রিট দাখিল করেছি। এটির শুনানি হয়েছে আজ।’

গত ১৪ মার্চ ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যানটিন পরিচালনার জন্য ভাড়া দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া হিসেবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য ভ্যাট ও আয়কর বাদে সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনাধীন এমআরটি লাইন-৬-এর উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুট স্টাফ ক্যানটিন পরিচালনার জন্য ১ জানুয়ারি থেকেঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করার সাত দিনের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য চুক্তি সম্পাদন করতে সম্মত রয়েছে মর্মে লিখিতভাবে জানানোর আহ্বান করা হয়।