- খাবারের অভাবে হামাসের হাতে জিম্মি থাকা এক ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে
- খাদ্য-ওষুধের ঘাটতি এবং অসুস্থতায় জিম্মিদের অনেকের জীবন হুমকিতে বলছে হামাসফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে গত বছরের সাত অক্টোবর থেকে হামলার পাশাপাশি খাবার ও জরুরি চিকিৎসা সামগ্রী প্রবেশে কঠোর বাধা দিচ্ছে দখলদার দেশটি। এতে করে উপত্যকাটিতে তৈরি হয়েছে গভীর মানবিক সংকট, খাদ্য অভাবে মারা যাচ্ছে মানুষ।
এবার খাদ্য ও চিকিৎসা সংকটে উপত্যকাটিতে হামাসের হাতে জিম্মি থাকা এক ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রামের মাধ্যমে এক বার্তায় হামাসের আল-কাসাম জানিয়েছে যে, “আমরা ওষুধ ও খাবারের ঘাটতির কারণে ইয়েজিভ বুখাত্তাফ (৩৪) এর মৃত্যু ঘোষণা করছি।”
বার্তায় বলা হয়, “আমরা পূর্বে সতর্ক করেছিলাম যে আমাদের হাতে বন্দিরা আমাদের জনগণের মতো একই অবস্থায় বসবাস করে। ক্ষুধা, খাদ্য ও ওষুধের ঘাটতি এবং অসুস্থতা তাদের অনেকের জীবনকে হুমকির মুখে ফেলেছে।”
আল-কাসাম ইসরায়েলি বন্দীর নাম উল্লেখ করে একটি ছোট ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে হামাস বলছে, “অবরোধের কারণে গাজার জনগণকে যেমন খাদ্য ও ওষুধের সংকট ভোগ করতে হচ্ছে, তেমন আপনার বন্দীরাও (ইসরায়েল এবং বন্দীদের পরিবারকে উল্লেখ করে) এসব ভোগ করবে।”
হামাস আরও জানায়, ইয়েজিভ ইসরায়েলি সেনাবাহিনীর হামলা থেকে বেঁচে গিয়েছিলেন, তবে তিনি খাদ্য ও ওষুধের ঘাটতির কারণে বাঁচতে পারেননি।”
তবে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ আল-কাসামের ভিডিও বা বার্তার কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে আনাদোলু।
গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে নজিরবিহীন হামলা চালায় হামাস। ওই সময় প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি করে নিয়ে আসে তারা। নভেম্বরের শেষ সপ্তাহে যুদ্ধ বিরতিতে শতাধিক জিম্মিকে মুক্তি দিলেও এখনো হামাসের হাতে শ’য়ের বেশি জিম্মি রয়ে গেছে।
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
খাদ্য ও চিকিৎসা সংকটে গাজায় ইসরায়েলি জিম্মির মৃত্যু
-
আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- ১৩৩
Tag :
সর্বাধিক পঠিত


























