সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে ছুটি ও ওভার টাইমের টাকা না পেয়ে কাঁঠালদিয়া এলাকার বেক্সিমকো রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে এআরএস ওয়াশিং কারখানার শ্রমিকরা।

গতকাল সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় টঙ্গীর বেক্সিমকো রোড (আঞ্চলিখ সড়কে) এলাকায় এ ঘটনা ঘটে।

আন্দোলতরত শ্রমিকরা জানান, টঙ্গীর বেক্সিমকো রোড এলাকার এআরএস ওয়াশিং কারখানার কয়েকশ শ্রমিক ঈদের আগে ছুটির ঘোষণার শেষ দিনে গত মাসের বেতন বোনাস পেয়েছেন কিন্তু ছুটি ও ওভার টাইমের টাকা পায়নি। সকাল থেকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টাকা দেবে বলে সময় ক্ষেপন করে। রাত পর্যন্ত না দেওয়ায় তারা সড়কে বিক্ষোভ করে। শ্রমিকেরা আবর্জনা ও কাঁঠখড়ে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের শান্ত করতে চাইলে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে উঠে। পরে শ্রমিকরা শান্ত হলে সমঝোতার আলোচনা শুরু হয়।

শ্রমিকরা আরও জানান, ঈদের ছুটি হয়ে গেছে। ছুটি ও ওভার টাইমসহ আনুষাঙ্গিক টাকা না পেলে আমরা বাড়ি যাব কি করে? ঈদই বা করব কি করে? আমাদের ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত সড়কেই থাকবেন বলে জানান তারা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, আন্দোলরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নেওয়া হয়েছে। সেখানে সমঝোতার আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

টঙ্গীতে সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত সময় : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

গাজীপুরের টঙ্গীতে ছুটি ও ওভার টাইমের টাকা না পেয়ে কাঁঠালদিয়া এলাকার বেক্সিমকো রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে এআরএস ওয়াশিং কারখানার শ্রমিকরা।

গতকাল সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় টঙ্গীর বেক্সিমকো রোড (আঞ্চলিখ সড়কে) এলাকায় এ ঘটনা ঘটে।

আন্দোলতরত শ্রমিকরা জানান, টঙ্গীর বেক্সিমকো রোড এলাকার এআরএস ওয়াশিং কারখানার কয়েকশ শ্রমিক ঈদের আগে ছুটির ঘোষণার শেষ দিনে গত মাসের বেতন বোনাস পেয়েছেন কিন্তু ছুটি ও ওভার টাইমের টাকা পায়নি। সকাল থেকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টাকা দেবে বলে সময় ক্ষেপন করে। রাত পর্যন্ত না দেওয়ায় তারা সড়কে বিক্ষোভ করে। শ্রমিকেরা আবর্জনা ও কাঁঠখড়ে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের শান্ত করতে চাইলে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে উঠে। পরে শ্রমিকরা শান্ত হলে সমঝোতার আলোচনা শুরু হয়।

শ্রমিকরা আরও জানান, ঈদের ছুটি হয়ে গেছে। ছুটি ও ওভার টাইমসহ আনুষাঙ্গিক টাকা না পেলে আমরা বাড়ি যাব কি করে? ঈদই বা করব কি করে? আমাদের ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত সড়কেই থাকবেন বলে জানান তারা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, আন্দোলরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নেওয়া হয়েছে। সেখানে সমঝোতার আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।