শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কনে দেখার পর বিয়ে না করায় হামলা, ছেলের দুলাভাই নিহত

বাগেরহাটের মোল্লাহাটে কনে দেখার পর বিয়েতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে হওয়া হামলায় একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আংড়া গ্রামে ঘটনাটি ঘটে।

কনে পক্ষের হামলায় মারা যাওয়া ব্যক্তির নাম আজিজুল হক (৪৫)। তিনি খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। আজিজুল হক মেয়ে দেখতে আসা ছেলের দুলাভাই। ছেলের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংড়া এলাকার শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি, ছেলে মেয়ে দেখে যদি পছন্দ করে তাহলেই বিয়ে হবে।

সেই শর্তেই আজকে (গতকাল শুক্রবার) আমরা সবাই ওই বাড়িতে মেয়ে দেখতে যাই। ছেলের মেয়ে পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক মারা গেছেন। আমি বিচার চাই। এ বিষয়ে জানতে কনে পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কনে দেখার পর বিয়ে না করায় হামলা, ছেলের দুলাভাই নিহত

প্রকাশিত সময় : ১১:০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

বাগেরহাটের মোল্লাহাটে কনে দেখার পর বিয়েতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে হওয়া হামলায় একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আংড়া গ্রামে ঘটনাটি ঘটে।

কনে পক্ষের হামলায় মারা যাওয়া ব্যক্তির নাম আজিজুল হক (৪৫)। তিনি খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। আজিজুল হক মেয়ে দেখতে আসা ছেলের দুলাভাই। ছেলের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংড়া এলাকার শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি, ছেলে মেয়ে দেখে যদি পছন্দ করে তাহলেই বিয়ে হবে।

সেই শর্তেই আজকে (গতকাল শুক্রবার) আমরা সবাই ওই বাড়িতে মেয়ে দেখতে যাই। ছেলের মেয়ে পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক মারা গেছেন। আমি বিচার চাই। এ বিষয়ে জানতে কনে পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।