ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় ট্রাক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জনে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ছয়জন ঘটনাস্থলে মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও ছয়জন মারা গেছেন।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম। তিনি বলেন, শেবাচিমে আনার পর দুজনের মৃত্যু হয়েছে। এখানে আরও ৯ জন চিকিৎসাধীন।
ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক জানিয়েছেন, তাদের কাছে ১২ জন মৃত্যুর তথ্য আছে। শেবাচিমে মৃতদের তথ্য এখন পর্যন্ত তাদের কাছে আসেনি।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শুরুতে এ ঘটনায় ১১ জন নিহতের খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেট কারসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























