রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়ক পার হতে গিয়ে বাসের চাপা, শিশুসহ নিহত ৪

কুমিল্লায় পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় ‘একুশে পরিবহন’ নামে একটি বাসের চাপায় নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতুলী এলাকার দিলবাল নেছা (৫০), শাহিনুর আক্তার (২৪), রাইসা (দেড় বছর), সায়মা (৩)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, আজ রাত ৮টার দিকে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন পথচারীরা। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিন জন। গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে পথে সে মারা যায়।

তিনি আরও বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মহাসড়ক পার হতে গিয়ে বাসের চাপা, শিশুসহ নিহত ৪

প্রকাশিত সময় : ১০:০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

কুমিল্লায় পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় ‘একুশে পরিবহন’ নামে একটি বাসের চাপায় নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতুলী এলাকার দিলবাল নেছা (৫০), শাহিনুর আক্তার (২৪), রাইসা (দেড় বছর), সায়মা (৩)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, আজ রাত ৮টার দিকে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন পথচারীরা। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিন জন। গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে পথে সে মারা যায়।

তিনি আরও বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।