উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত ১৮ জন নিহত এবং আহত হয়েছেন আরো ৩২ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার (২৮ এপ্রিল) মেক্সিকোর রাজধানীর উপকন্ঠে এই দুর্ঘটনা ঘটে।
বাসটি মেক্সিকোর মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যের সান লুইস দে লা পাজ থেকে মেক্সিকো সিটির দক্ষিণে চালমা অভয়ারণ্যের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
মেক্সিকান জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। গত বছর ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড হয়েছে।
গুয়ানাজুয়াতো রাজ্যের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর বাকি চারজনের মৃত্যু হয়।
মেক্সিকো ও গুয়ানাজুয়াতোর রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস বলেছে, তারা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা করছে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























