বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ যে কারণে দেহরক্ষী প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ব্যক্তিগত দেহরক্ষী প্রধানকে বরখাস্ত করেছেন। জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিভাগটির দুই কর্মকর্তাকে চলতি সপ্তাহে আটক করার পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বরখাস্ত করা ইউক্রেনের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের প্রধানের নাম সের্গেই লিওনিদোভিচ রাদ (৪৭)। তবে কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টসহ দেশটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করে রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ। ২০১৯ সাল থেকে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাদ।

রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস কর্তৃক পরিচালিত নেটওয়ার্কিং এজেন্টদের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত মঙ্গলবার ইউক্রেন সেনাবাহিনীর দুই কর্নেলকে গ্রেপ্তার করেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বার বারই তাকে হত্যার জন্য রাশিয়ার ষড়যন্ত্রের কথা বলছেন। এক্ষেত্রে তিনি তার সেনাবাহিনীর কতিপয় সদস্যদের জড়িত থাকার অভিযোগও করেছেন। সর্বশেষ তিনি সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ এবং এসবিইউ স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান ভ্যাসিল মাল্যুককেও লক্ষ্যবস্তু করেছেন।

যদিও জেলেনস্কির ব্যক্তিগত দেহরক্ষী ৪৭ বছর বয়সী রাদের জড়তি থাকার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তিনি তার জীবনের বড় একটি সময় সেনাবাহিনীতে কাটিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হঠাৎ যে কারণে দেহরক্ষী প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

প্রকাশিত সময় : ০৯:৪৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ব্যক্তিগত দেহরক্ষী প্রধানকে বরখাস্ত করেছেন। জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিভাগটির দুই কর্মকর্তাকে চলতি সপ্তাহে আটক করার পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বরখাস্ত করা ইউক্রেনের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের প্রধানের নাম সের্গেই লিওনিদোভিচ রাদ (৪৭)। তবে কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টসহ দেশটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করে রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ। ২০১৯ সাল থেকে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাদ।

রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস কর্তৃক পরিচালিত নেটওয়ার্কিং এজেন্টদের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত মঙ্গলবার ইউক্রেন সেনাবাহিনীর দুই কর্নেলকে গ্রেপ্তার করেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বার বারই তাকে হত্যার জন্য রাশিয়ার ষড়যন্ত্রের কথা বলছেন। এক্ষেত্রে তিনি তার সেনাবাহিনীর কতিপয় সদস্যদের জড়িত থাকার অভিযোগও করেছেন। সর্বশেষ তিনি সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ এবং এসবিইউ স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান ভ্যাসিল মাল্যুককেও লক্ষ্যবস্তু করেছেন।

যদিও জেলেনস্কির ব্যক্তিগত দেহরক্ষী ৪৭ বছর বয়সী রাদের জড়তি থাকার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তিনি তার জীবনের বড় একটি সময় সেনাবাহিনীতে কাটিয়েছেন।