বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল— পলীকে ময়ূরী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রায়ই বিভিন্ন ছবি আপলোড করে আলোচিত হন। এসব ছবিতে তাকে অধিকাংশ সময় স্বল্পবসনে দেখা যায়। ভক্ত-অনুরাগী ও সমালোচকদের নজর কাড়ে তার আবেদনময়ী ছবি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাকে দেখা গেছে। বিচে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন: ‘বিটিং দ্যা হিট’। বোঝাই যাচ্ছে, গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন পোশাকে হাজির হয়েছেন ফারিয়া।

এদিকে ফারিয়ার বিকিনি লুকের ছবি ফেসবুকে শেয়ার করে নায়িকা পলি লিখেছেন: ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

 

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল।

ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।’

ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলে অভিযোগ করা হয় ময়ূরী ও পলিকে। বেশ কিছু সিনেমায় তাদের অভিনয় নিয়ে দর্শকমহলের আপত্তি রয়েছে। যদিও নিজেদের ‘অশ্লীল যুগের নায়িকা’ তকমায় তারাও খুশি হন। জোর আপত্তি রয়েছে তাদের।

অনেকেই মনে করছেন, সেই আপত্তি থেকেই নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে ‘খোঁচা’ দিলেন দুজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাদির অবস্থা সংকটাপন্ন, তবে মৃত্যুর তথ্য সত্য নয়: ইনকিলাব মঞ্চ

ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল— পলীকে ময়ূরী

প্রকাশিত সময় : ০৮:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রায়ই বিভিন্ন ছবি আপলোড করে আলোচিত হন। এসব ছবিতে তাকে অধিকাংশ সময় স্বল্পবসনে দেখা যায়। ভক্ত-অনুরাগী ও সমালোচকদের নজর কাড়ে তার আবেদনময়ী ছবি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাকে দেখা গেছে। বিচে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন: ‘বিটিং দ্যা হিট’। বোঝাই যাচ্ছে, গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন পোশাকে হাজির হয়েছেন ফারিয়া।

এদিকে ফারিয়ার বিকিনি লুকের ছবি ফেসবুকে শেয়ার করে নায়িকা পলি লিখেছেন: ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

 

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল।

ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।’

ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলে অভিযোগ করা হয় ময়ূরী ও পলিকে। বেশ কিছু সিনেমায় তাদের অভিনয় নিয়ে দর্শকমহলের আপত্তি রয়েছে। যদিও নিজেদের ‘অশ্লীল যুগের নায়িকা’ তকমায় তারাও খুশি হন। জোর আপত্তি রয়েছে তাদের।

অনেকেই মনে করছেন, সেই আপত্তি থেকেই নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে ‘খোঁচা’ দিলেন দুজন।