বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়া পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ৮ ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আনোয়ারের ছেলে মো. হারেজ (৫), ৯ নম্বর ক্যাম্পের আলী জহুরের ছেলে মো. হোসেন আহম্মেদ (৫০), একই ক্যাম্পের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম ( ১৮), জামালের ছেলে মো. সালমান (৩),১০ নম্বর বালুখালী ক্যাম্পের আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের ছেলে আবু মেহের (২৪) ও শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালী ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।

উখিয়া ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর জানান, গতকাল মঙ্গলবার থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে পাহাড় ধসে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন পুলিশসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনার পর পরই পাহাড়ে বসবাসরত সব মানুষদের নিরাপদস্থানে সরিয়ে আনা হচ্ছে, মাইকিং সচেতন করে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

কক্সবাজারের উখিয়া পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ৮ ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আনোয়ারের ছেলে মো. হারেজ (৫), ৯ নম্বর ক্যাম্পের আলী জহুরের ছেলে মো. হোসেন আহম্মেদ (৫০), একই ক্যাম্পের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম ( ১৮), জামালের ছেলে মো. সালমান (৩),১০ নম্বর বালুখালী ক্যাম্পের আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের ছেলে আবু মেহের (২৪) ও শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালী ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।

উখিয়া ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর জানান, গতকাল মঙ্গলবার থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে পাহাড় ধসে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন পুলিশসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনার পর পরই পাহাড়ে বসবাসরত সব মানুষদের নিরাপদস্থানে সরিয়ে আনা হচ্ছে, মাইকিং সচেতন করে করা হচ্ছে।