1. news@dailydeshnews.com : Admin2021News :
  2. : deleted-txS0YVEn :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন ফারিণ

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬২ পঠিত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মায়ের ইচ্ছাতে অভিনয় শুরু করেন তিনি। ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার। এরপর বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ২০২২ সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলমেনে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এবার ওয়েব ফিল্ম ‘নিকষ’ এ অভিনয়ের জন্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন এ অভিনেত্রী। এ সুখবরটি তাসনিয়া ফারিণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন। সেখানে ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউইয়র্কের কমিউনিটি সর্বদা আমাদের স্বাগত জানানোর জন্য এবং আমাদের কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানায়। বিশেষভাবে ধন্যবাদ আলমগীর খান আলম ভাইকে তিনি আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের প্রতি অটল প্রতিশ্রুতি রেখেছেন।’ সেই পোস্টে অনুরাগীরা ফারিনকে শুভেচ্ছা জানিয়েছেন। মো. বশির উল্লাহ নামে এক ভক্ত লিখেছেন, ‘ঢালিউড ফিল্ম এবং মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনার জন্য দু’আ রইলো। আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য এটা এক স্বীকৃতি এবং সমর্থন। আসুন একে অপরের অর্জনগুলো উদ্‌যাপন করতে থাকি।’ শাম্মি চৌধুরী চম্পা নামে আরেক ভক্ত লিখেছেন, ‘আপু তোমার জন্য শুভ কামনা রইলো।’ রিফাত নামে আরেক ভক্তের ভাষ্য, ‘যেকোনো অ্যাওয়ার্ড পাওয়াকে আমরা স্বাগতম জানাই ধন্যবাদ আপনাকে অনেক দূরে এগিয়ে যান আমাদেরকে শুধু একটু ভালোবাসা দেন।’ উল্লেখ্য, তাসনিয়া ফারিণ অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’, ‘সরি স্যার’,‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার টু’, ‘কমলা রঙয়ের রৌদ’, ‘বাসায় কি মানবে ‘, ‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’, ‘ইয়েস নো ভেরি গুড’, ‘উই আর ওয়েটার’, ‘উইল ইউ মেরি মি’, ‘লাডডু সোনা’, ‘মাস্ক’ ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’ উল্লেখযোগ্য। ডেইলি-বাংলাদেশ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All Rights Reserved © DAILY DESH NEWS.COM 2020-2023
Theme Customized BY Sky Host BD